ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমাবর রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কে খর্নিয়ায় টিপনা ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের সামনে চলতি মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে মোঃ রাসেল গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০শে সেপ্টেম্বর ২০২৪ইং আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে, সে উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মো: মোতালেব গাজীর ছেলে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মো: রাসেল শেখ নামের প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ওই যুবক মোটরসাইকেল যোগে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরাহ মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে এলাকায় পৌছালে অপর একটি মোটরসাইকেলে দুই দূর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত জেনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত এক যুবককের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। সর্বশেষ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রকৃয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে যানা যায়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।