ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ বিনষ্ট
(ডুমুরিয়া)খুলনা।।
ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ পূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রট মোঃ আরাফাত হোসেন।
উপজেলার বিভিন্ন অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও
রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইনে আদালত পরিচালিত হয়।
উপজেলার চুকনগর বাজারে অবস্থিত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
যার আনুমানিক মুল্য প্রায় তিন লক্ষ টাকা এবং ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করে আটলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় আদালতকে সহযোগিতা করেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকিসহ থানা পুলিশের একটি দল।দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত।
তুষার কবিরাজ,,,,,,,,,ডুমুরিয়া
ফোন নম্বর -০১৯০৬৩৭৭১৮১