দক্ষিণ চট্টগ্রামে ২০ রুটে বাস চলাচল বন্ধ ভোগান্তির শেষ নেই জনগণের
———————————
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চল, কক্সবাজার, বান্দরবান জেলার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতি পালন করছে। এর ফলে ওই এলাকার ২০ রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাস শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা। নগরীর বিভিন্ন স্টেশন থেকে দক্ষিণমুখী বাস মিনিবাস না ছাড়ায় যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানে বাড়তি ভাড়া দিয়ে শাহ আমানত সেতু এলাকায় যান। সেখান থেকে ও কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের দক্ষিণের আটটি উপজেলায় কোনো বাস মিনিবাস ছেড়ে না যাওয়ায় তারা দুর্ভোগে পড়েন। শুধু আমানত সেতু এলাকা নয়, সেতুর দক্ষিণে মইজ্জারটেক, শান্তিরহাট, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়ার কেরানীহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে বাস মিনিবাস না পেয়ে দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন যাত্রীরা। এদিকে ধর্মঘটকে পুঁজি করে বাড়তি ভাড়া নিচ্ছে অটোরিকশা, টমটমসহ বিভিন্ন হাল্কা ও কমগতির যানবাহনগুলো। চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার, বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলেন, ‘শ্রমিকদের মারধর করার কারণে এ পরিস্তিতি সৃষ্টি হয়েছে। এতে ১৮টি মালিক সমিতি এবং ছয়টি শ্রমিক সংগঠন গাড়ি চলাচল বন্ধ রেখেছে। গাড়ির স্টাফদের মারধর করার প্রতিবাদে এ ধর্মঘট চলছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বাস শ্রমিকদের মারধর করা হয়েছিল। তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।