ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় দিনমজুর আহতঃ
তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় মৎস্য ঘেরের আইলে যাতায়াত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজমুল খান (৩০) নামের এক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। আহত ওই দিনমজুর ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের গোপালনগর বিলে এ ঘটনা ঘটে।আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর এলাকার মকবুল গাজীর ছেলে ইমরান গাজী ওই বিলে একটি মৎস্য ঘের রয়েছে। ঘটনার দিন সকালে ঘেরের আইল দিয়ে প্রতিপক্ষ নাজমুল খান যাওয়ার সময় বাঁধা দেয়। বাক বিতণ্ডার এক পর্যায়ে ইমরান গাজীর অতর্কিত লাঠির আঘাতে নাজমুল গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।