নির্বাহী আদেশে গত ১৮ বছরের সমস্ত রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার চাই:-ডা.শাহাদাত হোসেন
-------------------------
মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন,২০০৭ সাল থেকে আগস্ট ২০২৪ সাল পর্যন্ত সকল রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত , হয়রানিমূলক, মিথ্যা, গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ সরকার আসার পর বিএনপিসহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দলের উপর হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল । মিথ্যা গায়েবি মামলায় অনেকেই জেল হাজতে মৃত্যুবরণ করেছে। মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে । আওয়ামী লীগ সরকার শুধু মিথ্যা মামলা দিয়ে কান্ত হয়নি যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে তাদেরকে ঘুম, খুন, নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ ১৬ টি বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিষ্ট সরকার ছিল। কোন ফ্যাসিষ্ট সরকার ইতিহাসে বেশি দিন টিকতে পারেনি। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ সরকারও টিকতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজ স্বৈরাচার মুক্ত নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ একটি বাংলাদেশ ঘটতে হবে। নির্বাহী আদেশে বিগত ১/ ১১ থেকে শেখ হাসিনার শাসন আমলের ১৬টি বছরে যে সমস্ত রাজনৈতিক, হয়রানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত যেসব গায়েবি মামলা হয়েছে, সকল মামলা প্রত্যাহার চাই।
তিনি ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে আইনজীবীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন,আজ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুমিল্লা, ফেনী, মিরসরাই, ফটিকছড়ি সহ চট্টগ্রাম জেলার হাজার হাজার মানুষ পানিবন্দি আছে। সকল আইনজীবীসহ বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরশাদ হোসেন চৌধুরী রাজ্জাক, এডভোকেট মাইনুউদ্দিন মোহাম্মদ সোহেল, এডভোকেট কানিজ কাউসার চৌধুরী, অ্যাডভোকেট আরশাদ হোসেন,এডভোকেট নাস আরফিন সিরাজী কাকলি, এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট মাহমুদুর আলম চৌধুরী মারুফ, এডভোকেট তৌহিদুর রহমান তুহিন, এডভোকেট জসীম উদ্দীন হিমেল, এডভোকেট সার্বিয়া শাওলিন, এডভোকেট ফাহমিদা আক্তার প্রমুখ আইনজীবী।
ক্যাপশন :-আইনজীবীদের সাথে মতবিনিময় শেষে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন।