নড়াইলে পদোন্নতিপ্রাপ্ত র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত* র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মেহেদী হাসান।
কেন্দ্রীয় মেধা তালিকায় ১৭৫ তম স্থানপ্রাপ্ত কনস্টেবল/৩২৪, (রেলওয়ে সিলেট), ১১৮ (নড়াইল) মোঃ রিয়াজুল ইসলাম, বিপি-৯৩১৫১৭৯৫৮১ এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত হন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২৫ আগস্ট) জেলার শূন্য পদের ভিত্তিতে পদোন্নতিপ্রাপ্ত নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।