ডুমুরিয়ায় মাগুরখালী ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ সানার পদত্যাগের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে শত শত ইউনিয়নবাসির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল। বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য প্রসাদ মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা,ধর্মদাশ মন্ডল, গোপাল হালদার, লাভলী বিশ্বাস,স্বরস্বতি মন্ডল, তন্ময় প্রকাশ মন্ডল,সুভাষ সরকার,জামিনি বালা, শফিকুল ইসলাম সরদার,ঠাকুরদাশ মন্ডল, জাকির হাওলাদার, আজহারুল গাজী, কৃষ্ণপদ মন্ডল, ফজর আলী সরদার,মিন্টু সরদার, অংকুর গোলদার, কবির সানা,সুশান্ত মন্ডল, সমিরন মন্ডল,প্রিতিশ সরকার,তারক সরকার,মিহির কুমার প্রমুখ। বক্তারা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির ফিরিস্তি জনসম্মুখে তুলে ধরেন।###
তুষার কবিরাজ,,,,,, ডুমুরিয়া
ফোন নম্বর -০১৯০৬৩৭৭১৮১