ডুমুরিয়ায় শোভনা ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি
তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের পদত্যাগের দাবিতে এক অবস্থান কর্মসূচি পালন করেছে। সচেতন ইউনিয়ন বাসির আয়োজনে বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকির। যুবনেতা শেখ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ আব্দুল গাফফার, আনছার আলী মোল্যা, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, হাফিজুর রহমান বাগাতি,শেখর কুমার মল্লিক,হাদিউল ইসলাম মোল্লা, মোঃ শফিউল্লাহ, মফিজুর গাজী, শেখ হাবিবুর রহমান, আঃ লতিফ সরদার,মোল্লা মিজানুর রহমান, স্বপন মিস্ত্রী, তপন রায়, জাহাঙ্গীর আলম,নিতাই দাস, আলমগীর মোল্লা, কার্তিক জোয়ার্দার, নজরুল সরদার, মুনতাসির রহমান মামুন,মহসিন দফাদার প্রমুখ। বক্তারা চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি জনসমক্ষে তুলে ধরেন এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান।###