টেকনাফে এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভাও র্যালি অনুষ্ঠিত
জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ননের লেদা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে বিশ্বদাতা সংস্থা হেলভেটার্স সাইনপ্রজেক্টের অর্থায়নে এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মসূচীর অংশবিশেষ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট ( বুধবার) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হ্নীলার লেদা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষকদের উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে র্যালি,কুইজ প্রতিযোগিতা, হা- ডু- ডু, বালিশ খেলা,ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মুলক একটি নাটিকা ও পরিবেশন করা হয়।
উক্ত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেদা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাওঃ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার মোঃমোস্তফা মনোয়ার পারভেজ,প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তাক আহমদ খান,সার্বিকভাবে প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন উক্ত প্রোগ্রামের স্কুলের দায়িত্ব প্রাপ্ত রিগ্যান বিশ্বাস,সার্বিক সহযোগিতায় ছিলেন সহযোগী কর্মী ,মোঃ হাবিব,তরিকুল ইসলাম পলাশ,মিসেস রিক্তা,মিজানুর রহমান,ও শাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ বিষয়ে সুফল ও কুফল সম্পর্কে আলোচনা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন কারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের ###