সভাপতি -মিজান, সম্পাদক -আলী, কোষাধ্যক্ষ -শাকিল
তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া টু শোভনা সড়কে মটরসাইকেল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খর্ণিয়া বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্যা। এ সময় বক্তব্য রাখেন আব্দুল মালেক শেখ,মোঃ সবুজ মোড়ল, আনছার আলী মোল্যা, আজিজুর রহমান শেখ,এস রফিকুল ইসলাম, কবির হোসেন সরদার ,মিন্টু শেখ, ইমরান শেখ,উত্তম দাশ, কার্তিক দাস, মোহাম্মদ আলী সরদার। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মিজানুর রহমান মোল্যা কে সভাপতি, মোহাম্মদ আলী সরদার সাধারণ সম্পাদক, ইমরান শেখ কোষাধ্যক্ষ ও সাকিল খান কে লাইন সম্পাদক করে একটি আংশিক কমিটি গঠন করা হয়। উপদেষ্টা মণ্ডলীরা হলেন আব্দুল মালেক শেখ, মোঃ সবুজ মোড়ল, আনছার আলী মোল্যা, আজিজুর রহমান শেখ ও এস রফিকুল ইসলাম। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।###