বটিয়াঘটা উপজেলায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি
বজায় রাখতে ২ নং বটিয়াঘটা ইউনিয়ন বিএনপির পথসভা।
মোঃ ইমরান বটিয়াঘটা উপজেলা প্রতিনিধি :–
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বটিয়াঘটা ইউনিয়ন ব্যাপী শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এলাকা জুড়ে শোডাউন করেছে বটিয়াঘটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকাল ৫টায় এ সংক্রান্ত বিষয়ে এক শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় বি এ পির খুলনা জেলার আহবায়ক আমীর ইজাজ খান ও নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সকল বিষয়ে সার্বক্ষণিক সহযোগীতার আশ্বাস দেন।এছাড়া এলাকাবাসীর সাথে নিয়ে রাতে পাড়া মহল্লায় পাহারার মধ্যে দিয়ে ব্যাপক ভূমিকা পালন করছেন তারা। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ এলাকায় যাতে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে জনতার কাতারে দাড়ানোর আহবান জানান। আর কোন দুষ্কৃতকারী যেন এ শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন।বিএনপির নেতাকর্মীরা আরো বলেন, কেহ কোন প্রকার সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করলে তা সম্মিলিতভাবে কঠোর হস্তে দমন করা হবে। আমরা এলাকার মানুষের জান মাল নিরাপত্তার রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছি, ভবিষ্যতেও থাকবো।এ সময় উপস্থিত ছিলেন,বটিয়াঘটা ইউনিয়নের বি এন পির সভাপতি মোল্যা ইমরান আহমেদ এর সংচালোনায় অনুষ্ঠিত হয়।