তুমি কে আমি কে সনাতনী সনাতনী
মোঃ এনামুল শেখ বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধিঃ
নতুন সরকার গঠন হওয়ার পূর্বেই যে সকল এলাকায় ভাঙচুর, লুটপাট, হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবি
আগামীকাল যে সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে তা হলো
সনাতনীদের সময়ের দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ ঃ
মহান জাতীয় সংসদে নির্ধারিত আসন থাকতে হবে সংখ্যালঘু মন্ত্রণালয়ের থাকতে হবে,,, তা না হলে সনাতন ধর্মাবলম্বীরা এদেশ থেকে হারিয়েই যাবে,,,,,মনে রাখতে হবে দেশটা সকলেরই,,,,,তারই উদাহরণ স্বরুপ । খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা, গঙ্গারামপুর গ্রামের দেবপ্রসাদের গাড়ী ও বাড়ি ভাংচুর, গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালি মন্দির পরিচালনা কমিটি সভাপতি ও সাংবাদিক নিত্যাননদ মহালদার এর কিটনাশক সহ, সি সি ক্যমেরা, প্রিন্টার মেশিন, লেমিনেশন মেসিন,মনিটার আইপিএস মেশিন,পিতলের গনেশ মুর্তি র্সোলার ব্যাটারি সহ হার্ডওয়্যার, প্লাস্টিক, এনামেল, স্টিল ,ইলেকট্রনিকস, কসমেটিক সহ দোকান ভাংচুর লুটপাট করেছে।, এবং বাংলা দেশে সকল সনাতনীদের অত্যাচার নির্যাতন লুটপাট বন্ধ ও এর সুষ্ট তদন্তের ও গ্রেফতার এর দাবি নিয়ে রবিবার বিকাল ৩ খুলনা শিববাড়ি মোড়ে মানববন্ধন ও সমাবেশ করবেন সনাতনীরা।বাংলাদেশের সকল সনাতনী জনসাধারণ সর্বশ্রেষ্ঠ,,,, তারা সত্যি একটু ভালো থাকতে চায় পরিবার পরিজনদের নিয়ে সমাজের সকল মিলে ভালো থাকতে চায়।সকল সনাতনী ভাই বোনদের খুলনায় আহবান জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চ ।