ডুমুরিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতৃবৃন্দ
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ায় সব ধরণের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এজন্য রাতদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তারা। উপজেলার ১৪টি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় গিয়ে মন্দির কমিটির সাথে মতবিনিময় ও করছেন । সংখ্যালঘু বলে কোন কথা নেই। সবাই আমরা এদেশের নাগরিক এবং প্রত্যেকের সমান অধিকার রয়েছে। হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃত্তে বসবাস করতে চাই। আপনারা কেহ নিজেকে ছোট মনে করবেন না। আপনাদের সুখে দুঃখে আমরা সর্বদা পাশে আছি এবং থাকবো। ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজনে মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন। তিনি আরও বলেন,দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্যাতিত মানুষের পাশে থাকাই হবে জাতীয়তাবাদী দল বিএনপির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সমাবেশে সকল নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি,যা অক্ষরে অক্ষরে পালন করা হবে। গতকাল ৯ই আগস্ট শুক্রবার দুপুরে মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন,মোল্লা কবির হোসেন,সেখ শাহীনুর রহমান, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, এডভোকেট অশোক কুমার সিংহ, আসাদুজ্জামান মিন্টু,শাহাজাহান জমাদ্দার,তপন কুমার সাহা, অশোক আচার্য, টুটুল কুণ্ডু, সালাম সরদার,মুস্তাইন শেখ, জামিনী রঞ্জন বালা,আজারুল গাজী, সুভাষ সরদার, সাত্তার গাজী,জয়দেব সাহা, জাকির হাওলাদার সহ অনেকে। এরপর শরাফপুর ইউনিয়নে দাশপাড়া পূজা মন্দির,বানিয়াখালী বাজার,শরাফপুর বাজার সহ বিভিন্ন মন্দিরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহানুর রহমান,হেমায়েত রশিদ খান, আজমল হুদা মিঠু, আফজাল বিশ্বাস,আব্দুর রশিদ, আঃ রব প্রমুখ।