শাহপরীরদ্বীপে নিখোঁজের ১৯ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
শাহপরীরদ্বীপে টানাজালে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ মো. একরাম(১৭) নামে কিশোরের মরদেহ ১৯ ঘন্টা পর নাফ নদীর মিস্ত্রী পাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে স্বজনরা । খোঁজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার(১৬ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ কিশোর একই এলাকার আব্দু শুক্কুরের ছেলে।
সোমবার বিকালে ১০-১২ জন জেলে মিস্ত্রি পাড়া ঘাটের কাছে শামসুল আলমের মালিকানাধীন টানা জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকারে যায়। এসময় স্রোতের টানে সালমান নামে অপর একজন কিশোর ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে গিয়ে একরাম ডুবে যায়। পরে সালমানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলেও একরাম কে খুঁজে পাওয়া যায় নি।
স্থানীয় লোকজন রাত দশটা পর্যন্ত খুঁজাখোজি করলেও তাকে পাওয়া যায় নি।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সালাম জানান, দূর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গেছে। এব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই।
এদিকে সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও এসময় তারা কিভাবে মাছ শিকারে গেল তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জালের মালিক শামসুল আলম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি