যশোরে টানা পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন সুমন ভক্ত
নিরেন দাস বিশেষ প্রতিনিধি জয় পুর হাট জেলাঃ
বেনাপোল প্রতিনিধি: অপরাধ দমন, মাদক উদ্ধার এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ টানা পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. মাসুদ আলম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওসির ব্যাপক অবদানের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।
এসময় যশোরের পুলিশ সুপার সুমন ভক্তর হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত গণমাধ্যম কর্মীদের বলেন, আমি নিজের দায়িত্বে সকল সময় অবিচল। তারপরও ভালো কাজের প্রেরণা জোগায় এই সম্মাননা গুলো।এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
১৬-০৭-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২