পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ,
মোঃ সাহেব আলি (পাইকগাছা প্রতিনিধি)
খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামে ১২ মাসের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে উপজেলার দেবদুয়ার গ্রামের বরকত সানার ছেলে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুর মা তাকে বাড়ীতে রেখে পুকুরে কাপড় পরিস্কার করছিল।এর মধ্যে কোন এক সময় সে বাড়ীর পাশে পুকুরে পড়ে মারা যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে পুকুরে খোঁজ করলে সেখান থেকে শিশুটির মৃত্যু দেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন শিশুটির সুরৎহাল রিপোর্ট তৈরী করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এব্যাপারে শিশুটির চাচা আব্দুর রহমান বাদী হয়ে থানায় জিডি করেছেন।