ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি’র হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির হত্যাকারীদের বিচারের দাবিতে এক স্মরণসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাগুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলী ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ। বিশেষ অতিথির বক্তব্যদেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদ নেতা সুকৃতি মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জামিনী রঞ্জন বালা, ইউপি সদস্য মনোজ কুমার সরকার, সঞ্জয় সানা, লাভলী বিশ্বাস, যুবলীগ নেতা মাইকেল রায়, বাবুল হোসেন, চিত্তরঞ্জন সানা, গৌতম রায়, পিযুষ কুমার মন্ডল, সুব্রত গোলদার,অজয় রায় বাবলু, রিক্তা রায়, উদয় মল্লিক,ইউনুস সরদার,তুষার কান্তি মন্ডল, রিপন মন্ডল, ছাত্রলীগ নেতা তুহিন কুমার মন্ডল প্রমুখ। বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে খুনীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তুষার কবিরাজ ,,,,,,, ডুমুরিয়া
মোবা -০১৯০৬৩৭৭১৮১