ডুমুরিয়ায় গভীর রাতে বিদ্যুৎ স্পৃষ্ট অগ্নীকাণ্ড বসতবাড়ি ভস্মীভূত,৬ লক্ষ টাকার ক্ষতি
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
ডুমুরিয়ায় গভীর রাতে বিদ্যুৎ স্পৃষ্টে অগ্নিকাণ্ডের ঘটনায় বসত বাড়িঘর পুড়ে ভূস্মিভুত নগদ টাকা আসবাব পত্রসহ ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় ভুক্তভোগী আবুল হোসেনের স্ত্রী দগ্ধ হয়ে গুরতর আহত হয়েছেন। মারা গেছে একটি ছাগল দগ্ধ হয়েছে একটি গরু।
গতকাল শুক্রবার সকালে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার চাকুন্দিয়া গ্রামের আবুল হোসেন গাজী ও তার পরিবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
হঠাৎ গভির রাতে গোয়াল ঘর থেকে আগুন জ্বলতে দেখে হতবাক হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
এসময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে দীর্ঘক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে বসত বাড়িঘর ও গোয়াল ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।
জানা গেছে গোয়াল ঘর থেকে বিদ্যুৎ শকসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।গোয়াল ঘরে রক্ষিত পাতখড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে বসত ঘরের যাবতীয় আসবাবপত্র, নগদ ৫ লক্ষ টাকা ও ১০ হাজার টাকা মুল্যের ১টি ছাগল মারা গেছে। দগ্ধ হয় একটি গরু। আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।