1. admin@kbtvnews24.com : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটায় জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে বটিয়াঘাটা প্রেসক্লাবে, সাংবাদিক সম্মেলন। আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে এখনি কার্যকর উদ্যোগ নেয়া জরুরী – শাহজাহান চৌধুরী নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার কক্সবাজার চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে আটক নড়াইলে আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় ও ডিজিটাল পদ্ধতির কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায় পারমাণবিক অস্ত্রধারী খাওতা পার্টির তালিকা নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তামীম খাঁন হত্যাকান্ডের, আসামি গ্রেফতার। চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের সদস্য গ্রেফতার। নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক দয়াল দাস নিহত বটিয়াঘাটা উপজেলায় সুরখালী ইউনিয়নে দীর্ঘদিন বেদখলে থাকা জমি উদ্ধার।

ভালো সাংবাদিকতায় সমাজে সম্মান ও মর্যাদা বাড়ে  ভুমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দঃ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ভালো সাংবাদিকতায় সমাজে সম্মান ও মর্যাদা বাড়ে  ভুমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- মফস্বলে সাংবাদিকতায় দু’টি দিক আছে। এখানে যারা কাজ করেন তারা পত্রিকা অফিস থেকে তেমন একটা সম্মানী পান না। তারপরও তারা সারাক্ষণ ছুটাছুটি করেন নিউজের জন্য। সেক্ষেত্রে দেখা যায়, কারো পজিটিভ ইমেজ তুলে ধরে বা সভা সমাবেশের নিউজ থেকে তাদের কিছু আয় হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারি বিজ্ঞাপন থেকেও একটা কমিশন আসে। এমন পজিটিভ অবস্থানে থেকে একজন সাংবাদিক সমাজে তার অবস্থান গড়ে তুলতে পারেন। তবে নিউজের ক্ষেত্রে তাকে নিরপেক্ষ ও সততার পরিচয় দিতে হবে। কারো সঙ্গে শত্রুতা আছে বলেই যা তা লিখে দেয়া ঠিক হবে না। এক কথায় কোন প্রকার নোংড়ামিতে জড়ানো যাবে না। সাংবাদিতার পেশায় এটাই হল ভালো দিক। আর একটা হল, সারাক্ষণ নোংড়ামিতে মিশে থাকা, কোথায় কি ঘটলো, কে, কি বলল, তা সব না জেনে হুট করে মণগড়া কিছু লিখে দেয়া। আবার কারো সঙ্গে মিলমিশ না থাকায় তার বিপক্ষে অবস্থান নিয়ে নিজের প্রভাব দেখানো। এসব কারণে সমাজে তার অবস্থান ভালো থাকে না। এতে করে দেখা যায়, ওই সাংবাদিক নিজের শরীক বা আততীয়-স্বজনসহ প্রতিবেশীদের নিকট থেকে সম্মান তো পান না, বরং অপ্রিয় মানুষে পরিনত হয়ে যান। গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে এক প্রীতি ভোজ অনুষ্ঠানে      প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির বর্ষপুর্তি উপলক্ষ্যে এ প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, বিশিষ্ঠ বিজ্ঞানী ড. শামসুল করিম বাকার, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, শিল্পপতি প্রফুল্ল্য রায়, জিয়ালতলা মহামায়া আশ্রমের নারায়ণ চন্দ্র গোস্বামী, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী জয়দেব কুমার আঢ্য, ইটভাটা ব্যবসায়ী আলহাজ্ব আমিনুর রহমান, আব্দুল লতিফ জমার্দ্দার, দলিল লেকক সমিতির সেলিম খানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ডুমুরিয়া সাংবাদিক কণ্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্রীতি ভোজের আগে বর্ষপুুর্তি অনুষ্ঠানে সমিতির তহবিল ও ফান্ডসহ আয়-ব্যয়’র হিসাব তুলে ধরেন। এ সময় সমিতির সদস্যদের মধ্যে অরুণ দেবনাথ, এস এম মাহাবুবুল আলম, এস রফিকুল ইসলাম, সাব্বির খান ডালিম, শেখ সুব্রত কুমার ফৌজদার, শেখ আব্দুস সালাম, জিএম ফিরোজ, আব্দুল কুদ্দুছ, গাজী নাছিম, গাজী মাছুম, সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, সুমন ব্রহ্ম, সুজিত মল্লিক উপস্থিত ছিলেন। ##

 তুষার কবিরাজ
মোবাইল 01906377181

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park