টেকনাফ ও নাইক্ষংছড়ি তে র্যাবের পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক
জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ সদর থানাধীন বড় হাবিবপাড়া এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০,১৫০ পিস ইয়াবা উদ্ধার সহ তিনজন মাদক কারবারী কে আটক করেছে র্যাব।
র্যাব -১৫ এর পৃথক দুইটি আভিযানিক দল গতকাল বুধবার অনুমান ১১.১০ ঘটিকার সময় সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক টিম কক্সবাজার টেকনাফ সদর থানাধীন বড় হাবিবপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার জনৈক জহির এর বসত ঘরের সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালায়নের চেষ্টাকালে মোঃ জহির আহম্মদ নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির সাথে থাকা পলিব্যাগ তল্লাশী করে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩। এছাড়াও গতকাল অনুমান ১৫.৫০ ঘটিকায় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টিম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ ইব্রাহিম এবং মিজানুর রহমান নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে সর্বমোট ৬,১৫০ (ছয় হাজার একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলেন টেকনাফ বড় হাবিরপাড়া এলাকরনুর আহমদের ছেলে জহির আহমদ(৪৬) কক্সবাজারের ঈদগাঁও থানার বাদীতলা এলাকর মোঃ শুক্কুরের ছেলে মোঃ ইব্রাহিম ( ২০) ও নাইক্ষংছড়ি উপজেলার আশারতলী এলাকার মনির আহমদের ছেলে মিজানুর রহমান( ২৩) বলে জানায়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব -১৫ এর লএন্ড মিডিয়া কর্মকর্তা আবুসালাম চৌধুরী। ####