আগামী ০৪জুলাই শুক্রবার সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু'র জন্য দোয়া মাহফিল
চট্টগ্রাম ব্যুরো অফিস।
চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের কৃতি সন্তান বৃহত্তম চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি, বিশিষ্ট ক্রীড়াও সাংস্কৃতিক সংগঠক, "দৈনিক সকালের শিরোনাম"পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি, "দৈনিক বিজয় বাংলাদেশ" পত্রিকা এর বিশেষ প্রতিনিধি, "একাত্তর সংবাদ ২৪.কম" এর চট্টগ্রাম ব্যুরো চীপ,"ডেইলি মনিং পোষ্ট "এর বিশেষ প্রতিনিধি,"দৈনিক মানবাধিকার "এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি,"ভারতীয় চ্যানেল ১৯"এর জেলা প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন চ্যানেল "WG news. con" এর রিপোর্টার,কলামিস্ট মোঃহাসানুর জামান বাবু গত ১৫জুন দুর্ঘটনায় পায়ে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ডানপায়ে প্লাস্টার করে বর্তমানে চট্টগ্রাম শহরের নিজ বাসার ২১দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। উনার শরীরের অবস্হার উন্নতি না হওয়ায় আগামী ০৪জুলাই,শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম সদরঘাট নালাপাড়া "শরীফ মসজিদ প্রাঙ্গণে" এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিল সকল সাংবাদিক ভাইবোন ও উনার সকল শুভার্থীদের যথাসময় উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সেক্রেটারি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ ভাবে অনুরোধ করেছেন।