ডুমুরিয়ায় অবাধ্য ছেলের শাস্তির দাবিতে বৃদ্ধ মায়ের সংবাদ সম্মেলন
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায় বাবার পরকীয়ায় বাঁধা দেয়ায় ছেলেকে কুপিয়ে গুরুতর জখমের পর জেল হাজতে থাকা পাষন্ড পিতা মিজানুর রহমানের সহযোগিদের হুমকি ধামকিতে রাতের ঘুম হারাম হয়েছে পরিবারটির। উপায়ান্তর না পেয়ে ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও সহযোগিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার দক্ষিণ চাকুন্দিয়া এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃদ্ধ মাতা হালিমা বেগম।
এলাকার শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে লিখিত বক্তব্যে হালিমা বেগম বলেন,আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া এলাকার মৃত বাবর আলী শেখের ছেলে গর্ভধারিনী কুলাঙ্গার পুত্র মিজানুর রহমান প্রায় পাঁচ বছর পূর্বে থেকে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রী, তিন ছেলে মেয়ে ও বৃদ্ধ মাতাকে ভরণ পোষণ না দিয়ে স্থানীয় এক বিধবা নারী খাদিজার প্রেমে আসক্ত হয়ে বেপরোয়া হয়ে ওঠে। ভরণ পোষণ তো দুরের কথা এ নিয়ে কোন কিছু বলতে গেলে পরিবারের সদস্যদের বেদম মারপিট করতে থাকে মিজানুর। এরই জের ধরে গত ১৯ জুন সন্ধ্যা সাতটার দিকে ওই পরকীয়া প্রেমিকার উস্কানি ও উপস্থিতিতে স্থানীয় কাঁঠালতলা বাজারে ছেলে সোহাগ শেখ (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পাষন্ড পিতা মিজানুর। তার এ বর্বরতা কান্ডে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কিন্তু এখানেই এর শেষ নাই, নাগালের বাইরে থাকা ওই প্রেমিকা ও মিজানের সহযোগিরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে অসহায় পরিবারের। এতে রাতের ঘুম হারাম হয়েছে বলে জানান বৃদ্ধ মাতা হালিমা বেগম, স্ত্রী নুরজাহান বেগম, আহত ছেলে সোহাগ, মেয়ে শারমিন খাতুন ও বড় ভাই রফিকুল ইসলাম। আশু প্রেমিকা খাদিজা ও সহযোগিদের গ্রেফতার এবং মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।