টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় ২০০০ ব্যাচ বন্ধুদের মিলন মেলা
জামাল উদ্দিন - কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় ২০০০ ব্যাচ ঈদুল আযহা পরবর্তী এক মিলন মো অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন( বৃহস্পতিবার) রাতে ২০০০ ব্যাচ বন্ধু মুন্সী মোয়াজ্জেম হোসেনের পশ্চিম পানখালীস্থ বাসভবনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
২০০০ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় ‘মেতে উঠি আনন্দে, ফিরে যাই শৈশবে’- এই মূলমন্ত্র নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো হ্নীলা উচ্চ বিদ্যালয় বন্ধু-২০০০ ব্যাচের শিক্ষার্থীদের এক মিলনমেলা। দীর্ঘ ২৪ বছর পর ঈদ পরবর্তী এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ২০০০ব্যাচের অধিকাংশ বন্ধুরা একত্রিত হন।
এই অনুষ্ঠানে ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
খোঁজ নেন পরিবার-পরিজনের, ব্যক্ত করেন নিজেদের অনুভূতি,ব্যস্ত জীবনে বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সে সুযোগ সৃষ্টি করে দেন
বন্ধু-২০০০ ব্যাচের অন্যতম সদস্য শিক্ষক:-মাস্টার সোহেল
গত বছর ২১ মার্চ তিনি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলে সকল বন্ধুকে একত্রিত করেন। এরপরই বন্ধু-২০০০ ব্যাচের বন্ধুরা মিলে সুখে দুঃখে তাদের পাশে থাকার খবর নেই।
সোহেল রানা:সহকারী শিক্ষক প্রাইমারি, মোহাম্মদ সাউদ: ব্যাংকার,নুরুল আমিন: সহকারী শিক্ষক প্রাইমারি, মোহাম্মদ মহসিন: ব্যবসায়ী, সরওয়ার কামাল : ব্যবসায়ী, ফরিদুল আলম: ব্যবসায়ী, মোয়াজ্জেম হোসেন: দলিল লিখক,তারেক মুশের্দ জুয়েল: ব্যবসায়ী, মিজানুর রহমান -ব্যাংকার মোহাম্মদ আলী: এম আর (মেডিসিন), বিঞ্চু দাশ
ব্যবসায়ী,জামাল উদ্দিন - সাংবাদিক,ব্যাচের সদস্য মাস্টার সোহেলএই অনুষ্টান পরিচালনা করেন।
আগামীতে ২০০০ ব্যাচ বন্ধুদের রেজিষ্ট্রেশন করার মধ্যে দিয়ে যে কোন যোগাযোগ রক্ষা করে সকল সমস্যা সমাধানের উদ্যোগ নেয়াহবে বলে জানান তারা।###