বটিয়াঘাটা বজ্রপাতে মৃত্যু ১ জনঃ
শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ
বৃহস্পতিবার বটিয়াঘাটায় বজ্রপাতে মামুন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।। ঘটনাটি ঘটেছে, বটিয়াঘাটা উপজেলা ৭নং আমিরপুর ইউনিয়নের খারাবাদ গ্রামে। মনির শেখের পুত্র মামুন শেখ বজ্রপাতে মৃত্যু বরন করেন। নিহত মামুন শেখ গরু চরানোন উদ্দেশ্য খারাবাদ গ্রামের বারকুড়ো মাঠে যায় । এসময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন তিনি। নিহতের খালাতো ভাই ঘটনাস্থলের কাছাকাছি থাকায় সাথে সাথে পরিবারের লোকজনকে সংবাদ দিলে মৃত্যু ব্যক্তিকে পরিবারের সদস্যরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে ।