ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন পেশাজীবী পরিষদের আয়োজনে বৃক্ষ রোপন ও ফলজ বৃক্ষের চারা বিতরণ
তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন পেশাজীবী পরিষদের আয়োজনে বৃক্ষ রোপন ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাগুরখালী স্বর্ণদ্বীপ কলেজ চত্বরে ফলজ বৃক্ষ রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ’র ডীন প্রফেসর ড. দিব্যদ্যূতি সরকার। এ সময় সহস্রাধিক আম,জাম, জলপাই সহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে স্বর্ণদ্বীপ কলেজের সকল শিক্ষক কর্মচারী, ভুমিদাতা ও প্রতিষ্ঠাতাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অসিত বরণ বিশ্বাস। শিক্ষক সুনিল কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী অরিন্পম মণ্ডল, অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল,ব্যাংকার বিশ্বজিৎ কুমার সানা,তাপস কুমার সরকার,উৎপল কুমার সানা,গৌতম কুমার গোলদার, রাহুল দেব মণ্ডল, অধ্যাপক সরোজ কুমার রায়, পরিমল কৃষ্ণ সানা, ইউ আর সি রনজিৎ কুমার মিস্ত্রি, প্রণব কুমার মন্ডল, প্রসেনজিৎ সানাসহ ইউনিয়নের অসংখ্য সরকারি বেসরকারি চাকুরীজীবী। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।###
তুষার কবিরাজ
ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ফোন=০১৯০৬৩৭৭১৮১