সাংবাদিক হাসানুর জামান বাবু’র চিকিৎসা ফাণ্ড গঠিত
——————
চট্টগ্রাম জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি সাহসী কলম সৈনিক,কলামিস্ট,ক্রীড়াও সাংস্কৃতিক সংগঠক সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোঃহাসানুর জামান বাবু’র সুচিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর উদ্যোগে এবং ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সাংবাদিক শাহীন আকতার’কে সদস্য সচিব করে পাচঁ সদস্য বিশিষ্ট “হাসানুর জামান বাবু’র চিকিৎসা ফাণ্ড “নামে একটি কমিটিও তহবিল গঠন করা হয়েছে। উক্ত কমিটির সকলে চট্টগ্রাম জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সদস্য সদস্যাদের সাথে সমন্বয় করে এবং চট্টগ্রামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের সাথে যোগাযোগ সাপেক্ষে সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু’র ব্যয় বহুল সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করবেন।
উল্লেখ্য সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু গত শুক্রবার বিকালে দুর্ঘটনাজনিত কারনে ডানপায়ে মারাত্মক আহত হয়ে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও পায়ের প্লাস্টার করে বর্তমানে চট্টগ্রাম শহরের বাসায় ডাক্তারের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছে।উনি উনার দ্রুত সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। যোগাযোগ:- সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম-০১৭০১-৭৭১৬২১ সাংবাদিক শাহীন আকতার-০১৮১০-৬৩৪৩৩০