পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বটিয়াঘাটা উপজেলার সভাপতিঃশ্রী নিত্যানন্দ মহালদারঃ
মোঃ এনামুল হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বটিয়াঘাটা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের চেয়ারম্যান ও গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালি মন্দিরের সভাপতি ও গোন্ধামারী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও দূর্গা মন্দিরের সাবেক প্রতিষ্ঠাতা কালিন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যাবসাহীক,সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক শ্রী নিত্যানন্দ মহালদার। বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক বিরোদী দলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর আস্তাভাজন
শ্রী নিত্যানন্দ মহালদার বলেন--মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা সকলের মাঝে নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে।
শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের।
তিনি আরও বলেন,আমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে-- দেশ- বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাংখী,সহযোদ্ধা ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং তার রাজনৈতিক ও পারিবারিক অভিভাবক শেখ হারুনুর রশীদ এর জন্য সকলে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন ।