বটিয়াঘাটায় বিধবা মহিলা কে মামলা ভুক্ত বসতভিটা থেকে উচ্ছেদ ও জীবন নাশের হুমকি, থানায় অভিযোগ
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি:
সদর ইউনিয়নের ভেন্নাবুনি এলাকার মৃত্যু মিঠু মন্ডলের স্ত্রী সঞ্চিতা বিস্বাস কে তার বসত ভিটা থেকে উচ্ছেদ ও জীবন নাশের হুমকির প্রতিবাদে গত ১২ জুন বটিয়াঘাটা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।অভিযোগ সুত্রে জানাজায়, গত ১২ ই জুন সকাল ১১ টায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধিতা জেরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার দখল কৃত সম্পত্তিতে তার ঘেরা বেড়া কেটে কলাগাছ লাগায়।ভেন্নাবুনিয়া মৌজস্থ বিআরএস ১০৭ নাং খতিয়ানের ১৭২ নং দাগের ২৬ শতকজমি বাটোয়ারা মামল চলমান থাকলেও সে দিকে তোয়াক্কা না করে পেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে সমাজ পতি সাবেক ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন এর সংরক্ষিত ১,২,৩, নং ওয়ার্ড এর মহিলা মেম্বার বিউটি মন্ডল, দিলীপ মন্ডল (৫০), রামপ্দ মন্ডল(৬০),.উভয় পিতা মৃত্যু সতীশ মন্ডল, স্মৃতি মন্ডল (৪০) তার মৃত্যু স্বামী মিঠু মন্ডল সহ সন্তান দের গালি গালাজ করে, লাঠি নিয়ে মারতে উদ্বত হয়।তাদের দখলের কাজে বাধা দিলে জীবন নাশের হুমকি দেয়।তিনি জানান,"আমাকে বলে, সাহশ থাকলে কলাগাছ তুলে দেখা।তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় আমি একা মহিলা মানুষ ভিতস্ত হয়ে আমার জমি উদ্বারের জন্য বটিয়াঘাটা থানায় অভিযোগ করি।আমার স্বামী মৃত্যুর পর থেকে আমাকে বিভিন্ন ভাবে সমাজ থেকে বঞ্চিত করে আসছে। এলাকায় কোন অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করতে দেয় না।আমার অবুজ দুটি মেয়ে। আমাকে উচ্ছেদ করে দিয়ে আমার সন্তান দের মাথা গোজার ঠাই টুকু পর্যন্ত দখলে নেয়ার চেষ্টা করছে। সাবেক মেম্বার বিউটি সেই সমাজ পতি হিসেবে আমার ক্ষতি করে আসছে,আমি এর সুস্থ বিচার চাই।