ডুমুরিয়া গুটুদিয়া ভাসমান বেডে সবজি ও মসলা চাষের৷ উপর এক আলোচনা সভা ও মাঠ দিবস।
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ভাসমান বেডে সবজিও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক ২য় সংশোধিত (ডিএই অংগ) প্রকল্পের আওতায়। এক আলোচনা সভার আয়োজন করেন। ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল সকাল নয় টায় গুটুদিয়া ইউনিনের পাঁচ ছয় সাত নং ওয়ার্ল্ডের কৃষি বিষয়ক এক আলোচনা সভার ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উনি বলেন এখন ঋতু অনেকটা পরিবর্তন হয়েছে বৃষ্টির মৌসুমে বৃষ্টি হচ্ছে না
আর যদি বৃষ্টি হয়েও থাকে তবে জলবদ্ধতা সবাইকে দুশ্চিন্তার ভিতরে ফেলছে তাই আমি মনে করি ও আপনাদেরকেও বলছি কচুরিপানা দিয়ে ভাসমান খেত তৈরি করে তার উপরে সবজি চাষ করুন তাতে আপনাদের অনেক টা আর্থিক সুবিধা পাবেন। ও আপনাদের সংসার চালাতে মেলা একটা অসুবিধা হবে না। আলোচনা সভার সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডের মেম্বার উৎপল কুমার বিশ্বাস আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার উপসহকারী কৃষি অফিসার বাবু তুষার কান্তি বিশ্বাস,ও ডুমুরিয়া উপজেলার উপসহকারী অফিসার জাহাঙ্গীর হোসেন, ও উপস্থিত ছিলেন এলাকার কৃষক ও কৃষানীরা
তুষার কবিরাজ
ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ফোন –০১৯০৬৩৭৭১৮১