বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বটিয়াঘাটাবাসিকে পবিত্র ঈদ-উল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেনঃ
শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ
বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে ছে যে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট সহ বিভিন্ন বাজারে প্রতারক চক্র, অজ্ঞান পার্টি, পকেটমার,জাল টাকা কারবারির উপদ্রব বৃদ্ধি পাবে। যে কোন বাজারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সর্বাবস্থায় সতর্ক থাকবেন। রাস্তায় বিভিন্ন পরিবহনে চলাচলে সতর্কতার সাথে চলাচল করবেন। বটিয়াঘাটা থানা এলাকায় যেকোনো প্রকার পুলিশি সহযোগিতার জন্যে বটিয়াঘাটা থানা পুলিশ কে অবহিত করতে পারবেন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, এজেন্ট ব্যাংকিং, ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তি মালিকানায় অধিক পরিমাণে টাকা বহনের জন্য বটিয়াঘাটা থানা এলাকার মধ্যে প্রয়োজনে বটিয়াঘাটা থানা পুলিশের সহযোগিতা নিন। উৎসব মূখর পরিবেশে ঈদ উৎযাপন এবং ঈদের আগে ও পরে আপনাদের নির্বিঘ্নে চলাচলের জন্য বটিয়াঘাটা থানা পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আপনার ঈদ হোক উৎসব মূখর পরিবেশে এই শুভকামনায় বটিয়াঘাটা থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকলকে জানায় আবারো পবিত্র ঈদ-উল আযহার অগ্রীম শুভেচ্ছা ঈদ মোবারক।
যেকোনো সহোযোগিতার জন্য বটিয়াঘাটা থানা পুলিশের সাথে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারেঃ
১।ডিউটি অফিসার
বটিয়াঘাটা থানা,খুলনা।
মোবাঃ-০১৩২০-১৪০৩৬৮,
২।অফিসার ইনচার্জ
বটিয়াঘাটা থানা,খুলনা।
মোবাঃ-০১৩২০-১৪০৩৬৩,
ধন্যবাদান্তেঃ
রিপন কুমার সরকার
অফিসার ইনচার্জ
বটিয়াঘাটা থানা, খুলনা।