নয় তারিখের ডুমুরিয়া উপজেলা নির্বাচনে সারা দিন মোটরসাইকেল ভোট দিনঃ
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
আসন্ন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আজগর বিশ্বাস তারা ভাইকে মোটরসাইকেলে ভোট দিন আজগর বিশ্বাস তারা ভাই তার বক্তব্যে বলেন।
আমি রাতের আধারে নয়,,দিনের উদ্দীয়মান সূর্যের আলোর মতোই সবাইকে আলোকিত করতে চাই,,এটাই আমার প্রত্যাশা ও স্বপ্ন।।
আজগর বিশ্বাস তারা আজ সন্ধায় গুটুদিয়া ৭নং ওয়ার্ডে নির্বাচনী ও গণসংযোগ করেন এবং সবাই কে মোটরসাইকেল প্রথীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মোটরসাইকেল মার্কার সন্মানিত আহবায়ক জনাব মোস্তফা গাজী ও এলাকার সাধারণ মানুষ