ডুমুরিয়ায় চেতনা নাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে স্বর্ণ অলংকার ও টাকা চুরি।
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়া কুলটি সোমবার আনুমানিক রাত দুইটার পরে।
যেতনা নাশক ওষুধ স্প্রে করে বাড়ির সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে যায়। এখন যারা অচেতন অবস্থায় আছে,
সমারেশ সরকার (৭৪) অবসর প্রাপ্ত শিক্ষক কুলটি মাধ্যমিক বিদ্যালয় তার স্ত্রী উশা, (৬৫) পুত্র পরাগ সরকার (৫৩) শিক্ষক বান্দা কলেজ এন্ড স্কুল, পরাগের স্ত্রী সমাপ্তি সরকার (৪১) সহকারী শিক্ষক পশ্চিম বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাগের মেয়ে প্রাপ্তি সরকার ৭ প্রথম শ্রেণী, জানা যায় রান্নাঘরের গ্রিল কেটে সেখান থেকে চোর প্রবেশ করে এবং বড় ঘরে ঢুকে দুই রুমে থাকা সবাইকে চেতনা নাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে। টাকা সোনা নিয়ে পালিয়ে যায়। পরাগের স্ত্রীর জ্ঞান ফিরলে তার সাথে কথা বলে জানা যায় আমরা রাতে খাবার খেয়ে রাত আনুমনিক ১১টার দিকে আমরা সবাই ঘুমায়ে পড়ি তার পর আর কিছু মনে নাই এখন দেখছি আমারা সাবাই ক্লিনিকে ভর্তি আমার শাশুড়ি মেয়ে সবার জন্য যে স্বর্ণের চেন রুলি মোট নয় ভরি স্বর্ণ ও ৩৫ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানার তদন্ত অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন উনি সবাইকে আশ্বাস দেন যতো তাড়াতাড়ি হক এই অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেবো শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি তবে সুস্থ হলে মামলা করবে বলে জানিয়েছেন।