ডুমুরিয়ায় অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ
ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ও বাড়িওয়ালাকে বেঁধে রেখে নগদ টাকা ওস্বর্নালংর লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার বারুইকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের বারুইকাটি এলাকার ঠাকুরদাস রায় ঘটনার রাতে বাড়ির পাশে একটা মৎস্য ঘেরের বাসায় ঘুমিয়ে ছিল। সেই রাতে তার ছেলে মিঠুন রায় বাড়িতে এসে দেখে তার স্ত্রী সহ সন্তানেরা অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর পরই একদল দৃর্বৃত্ত ঘরে ঢুকে তাকে হাত মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারনাই ।