টেকনাফের হ্নীলায় স্থানীয় পর্যায়ে বাজার সংযোগ ও কৃষি পণ্যমেলা অনুষ্ঠিত
জামাল উদ্দীন -কক্সবাজার জেলা
প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা উলুচামরীস্থ কৃষি বান্ধব এলাকায় স্থানীয় কৃষকদের উৎপাদিত ও নিজ হাতে তৈরী কৃত বিভিন্ন পণ্য সামগ্রী স্থানীয় পর্যায়ে বাজারজাত করণ ও ন্যায্যমূল্য নির্ধারণের লক্ষ্যে স্থানীয় কৃষকদের নিয়ে এক দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়।
০৩ জুন সকাল ১০ টা থেকে হ্নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উলুচামরী এলাকায়এনজিও সংস্থা সূশীলনের পরিচালনায় জাতিসংঘের খাদ্যওকৃষি সংস্থা( এফএও) অর্থায়নে এই কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও সংস্থা সূশীলনের প্রজেক্ট কো অর্ডিনের মোঃ আজিজুর রহমান ও ফিল্ড এসোসিয়েটস মোঃ জাহিদের যৌথ সঞ্চালনায় ও কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের সভাপতি মোঃ দিদার হোসেনের সভাপতিত্বে কৃষি মেলাপুর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমলকুমার প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মুমিনুল ইসলাম,জাতিসংঘের খাদ্যও কৃষিপণ্য উৎপাদন সংস্থা (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্ট্যাটিভ মিসের্স জয়গ্যালভেজ,ও সহকারী মনিটরিংঅফিসার অমিতাব চাকমা, হ্নীলা ইউপির মহিলা মেম্বার নাসরিনপার্ভীন কবির, যুব নেতা মোঃরফিক, ও এনজিও কর্মী আশরাফুল আলম। উক্ত কার্যক্রমের উপর স্মৃতিচারণও অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষিবীদ দিদার হোসেন,ও বেলাল উদ্দিন প্রমূখ।
উলেখ্য যে, উক্ত কৃষিপণ্য মেলায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি,কৃষকদের নিজ হাতে উৎপাদিত বিভিন্ন সবজি,চারা ফল ফলাদি,ও হস্ত শিল্পের মাধ্যমে তৈরীকৃত বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে স্টলআকারে প্রদর্শনী ক্যাম্প করা হয়।
অতিথি ও অর্থায়ন সংস্থার লোক জন ঘুরে ঘুরে নিজ চোখে অবলোকন করে এনজিওসংস্থা সূশীলনের পরিচালিত এই কৃষি কার্যক্রমের ভুয়সীপ্রশংসা করেছেন পাশাপাশি কৃষকদের ও ধন্যবাদ জানান।####