কুমিল্লা জেলা আইনজীবী সমিতিকে আনা হলো সিসি ক্যামেরার আওতায়
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি এবং কোর্ট বিল্ডিং এলাকা এখন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি এডঃ মোঃ মোস্তাফিজুর রহমান লিটন,সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান বাহার, সহ সভাপতি এডঃ মোঃ মাহাবুব আলী, সাধারণ সম্পাদক এডঃ মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মোঃ জাকির হোসেন,ট্রেজারার এডঃ কাজী মফিজুল ইসলাম, লাইব্রেরী সেক্রেটারী এডঃ ফয়েজ আহমেদ খান, এনরোলমেন্ট সেক্রেটারী এডঃ মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী, আই টি সেক্রেটারী এডঃ মোঃ মহসিন ভূইয়া, রিক্রিয়েশন সেক্রেটারী এডঃ আছিয়া মাহজাবিন খান নিসু সহ আরো অনেকে।
সকলের উপস্থিতিতে এর বাস্তবায়ন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মোঃ মোস্তাফিজুর রহমান লিটন আশ্বাস দেন -- সকল আইনজীবীদের সার্বিক সহযোগিতা পেলে কুমিল্লা বারকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে।
এছাড়াও কার্যকরী সমিতির সদস্য মাহবুবুল আলম রিমন বলেন-সকল প্রকার অপরাধ দমন ও নিরাপত্তাকে জোরদার করার জন্য সিসি ক্যামেরা অপরিহার্য ভুমিকা পালন করে।
এমন একটি গুরুত্বপূর্ন কাজের জন্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বর্তমান কার্যকরী কমিটির সকল সদস্যদেরকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।