জাল মিউটেশন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা; নায়েব ও সার্ভেয়ারকে শোকজ
মোঃ ইমরান হোসেন
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় বাতিল করা মিউটেশনের তথ্য গোপন করে পুনরায় মিউটেশন করার অপরাধে ৩জনকে অর্থ জরিমানা করেছে বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান। সুত্রে প্রকাশ, রবিবার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া এলাকার কিরন চন্দ্র মন্ডলের পুত্র সুধীর মন্ডল ও দেবাশীষ মন্ডল এবং উপজেলার জলমা এলাকার শিবপদ বিশ্বাসের পুত্র পিয়াল বিশ্বাস বাতিল করা মিউটেশনের তথ্য গোপন করে পুনরায় মিউটেশন করে।
বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ এর চ ধারায় ৪/২ এ ৩ জনকে ১০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জলমা ভূমি অফিসের নায়েব জগন্নাথ ঘোষ ও সার্ভেয়ার ইব্রাহিম খলিলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান।