উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার চট্টগ্রাম
—————————————————————–
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
৬ষ্ঠ উপজেলা নির্বাচন-২৪ ২য় ধাপের নির্বাচন আজ ২১/০৫/২০২৪ খ্রি.চট্টগ্রাম জেলায় কয়েকটি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়ে,চলছে ভোট গনণার কাজ। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আজ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম শফিউল্লাহ্ বিপিএম,পিপিএম। পরিদর্শকালে তিনি নির্বাচনীয় আইন-শৃখলা রক্ষাপূর্বক নির্বাচনকে অবাধ, সুষ্ঠু , সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য অফিসার ও ফোর্সেদেরকে সু-নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আসাদুজ্জামান, চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা বৃন্দ।