বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে চলছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময়
এ টি এম ইমদাদুল ইসলাম
কুমিল্লা জেলা প্রতিনিধি
আসছে আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় প্রার্থীদের মাঝে চলছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময়।
নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং ভোটারদের মন জয় করার লক্ষ্যে দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি।
প্রায় প্রতিদিনই সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে চলছে- গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা।
জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
বরুড়া উপজেলার সাধারন ভোটারদের দাবী– তারা সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন। যে প্রার্থী বরুড়াবাসীর উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীই চান সাধারণ ভোটাররা।
উল্লেখ্য যে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন–
১. এ এন এম মইনুল ইসলাম (হেলিকপ্টার ),
সদস্য বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান
২. নাসির উদ্দিন লিংকন(মোটরসাইকেল) সাধারণ সম্পাদক,বরুড়া উপজেলা আওয়ামী লীগ
৩. হামিদ লতিফ ভূঁইয়া( আনারস ), বিশিষ্ট সমাজসেবক।
তবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিনকে প্রচারে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক -বরুড়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলেন- ২/৪ টি তুচ্ছ ঘটনা ছাড়া বরুড়া উপজেলায় নির্বাচনী প্রচারনার পরিবেশ এখনো সুষ্ঠ আছে। আমরা আশা করি — নির্বাচনকে কেন্দ্র করে বরুড়ায় যাতে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে
সর্বসাধারনের দাবী– অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করেন।