বটিয়াঘাটা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জি এম মিলন এর পক্ষে লিফলেট বিতরণঃ
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :-
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিএম মিলনের পক্ষে বটিয়াঘাটা উপজেলা পক্ষে লিফলেট বিতরণ , গণসংযোগকরছেন ভোটারদের স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান, এসময় উপস্থিত স্থানিয় ভোটার ও সাধারন মানুষের মাজে লিফলেট বিতরণ এবং গণ সংযোগ কালে জিএম মিলন বলেন আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত বটিয়াঘাটা কে স্মার্ট আধুনিক দুর্নীতি মুক্ত ভূমি অফিসে দালাল মুক্ত, অসাম্প্রদায়িক বটিয়াঘাটা উপজেলা উপহার দিব, বটিয়াযাটার ভিন্ন ইউনিয়ন জলমা, বটিয়াঘাটা, গঙ্গা রামপুর,সুরখালি , সহ বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ভোট প্রার্থনা করেন।