বটিয়াঘাটায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন রায় হালিয়ায় গণসংযোগঃ
শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ
আগামী ৫ জুন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে টিয়া পাখি প্রতীক চেয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি ও জলমা ইউনিয়ন আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন রায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের পূর্ব, মধ্য ও পশ্চিম হালিয়া অঞ্চলের সাধারণ মানুষের কাছে সমর্থন, আশির্বাদ ও দোয়া চেয়ে কুশল বিনিময় করেন । এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন প্রভাষক প্রদ্যুৎ রায়, নিরাপদ রায়, বিধান রায়, হরিচাঁদ রায়, মনোরঞ্জন হালদার, সুধাংশু মল্লিক,নিত্যলাল অধিকারী,কৃষ্ণ পদ রায়, রূপচাঁদ রায়,সচিপতি রায়,অনুজ মন্ডল, সুভাষ ঢালী,আনন্দ কিত্তনীয়, শংকর ঢালী,গোলক রায়,প্রশান্ত ঢালী, প্রদীপ মন্ডল প্রমূখ । অন্যদিকে একই বিকাল সাড়ে ৫ টায় উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলার পূর্বপাড়ার হরি মন্দিরে মতুয়া সম্মেলনে মতুয়া ভক্তদের কুশল বিনিময়ের মাধ্যমে আশির্বাদ ও সমর্থন কামনা করে । এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন আ'লীগ নেতা গোলক মন্ডল, কৃষকলীগ নেতা ভরত মন্ডল, সম্মেলন উদযাপন কমিটির সভাপতি সমারেশ রায়, সাধারণ সম্পাদক, নারায়ন বিশ্বাস,ডাঃ রবীন্দ্রনাথ মন্ডল, সাবেক ইউপি সদস্য বিকাশ হীরা,সাবেক ইউপি সদস্যা মনীষা মন্ডল, তরুণ বাছাড়,বাবুল হীরা, মন্টু গাঙ্গুলী,উত্তম রায় প্রমূখ । এছাড়া তিনি ঝড়ভাঙ্গা,সাচিবুনিয়া ও রাঙ্গেমারী এলাকায় গণসংযোগ করে সাধারণ ভোটারদের কাছে আশীর্বাদ ও সমর্থন কামনা করেন ।