হ্নীলা ওয়াব্রাং এলাকায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারঃ
জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
হ্নীলা ওয়াব্রাং এলাকায় মাদক মামলায় ৫ বছরের
সাজা এক হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হানিফ মেয়ে,মরিয়ম খাতুন (২৭), আটক।
এরই ধারাবাহিকতায় সিএমপি কোতোয়ালী থানার মামলা নং-২৮(০৫)০১, জিআর নং ৫১৪/১১, প্রসেস নং ৩৩৪/১৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) মোতাবেক সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মরিয়ম খাতুন’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামী কক্সবাজারের টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ মে ২০২৪ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মরিয়ম খাতুন (২৭), পিতা-মোঃ হানিফ, স্বামী-মুহাম্মদ হাসান, সাং-ওয়াব্রাং, দক্ষিণ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৫ বছরের সাজা ও ১,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।