সৌন্দর্যের এক অনন্য নজির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ।
মসজিদটি সিরাজগঞ্জ জেলার বেল কুচি উপজেলায় অবস্থিত।
ব্যক্তি উদ্যোগে নির্মিত মসজিদ। আধুনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা মসজিদটি যে কারও দৃষ্টি কাড়বে। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা মার্বেল পাথর, টাইলস ও লাইট। ১ একর জমির ওপর নির্মিত তিন তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় ১২ বছর। মসজিদটিতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। দিনের আলোতে দেখতে যেমন নয়নাভিরাম, তেমনি রাতে রঙবেরঙয়ের আলোকবাতিতে অপরূপ শোভায় আলোকিত হয়ে ওঠে মসজিদটি। আর এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। ধর্মপ্রাণ মুসুল্লিরা দৃষ্টি নন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে আত্মতৃপ্ত হন।
মসজিদের খাদেম এর সাথে কথা বলে জানা জায় মুসুল্লিদের জন্য আধুনিক অজু খানা রয়েছে এখানে। মসজিদের প্রধান ফটকের সামনে সিঁড়ির দুপাশে রয়েছে স্বচ্ছ কাচে মোড়ানো অজুর পানি রাখার বড় বড় ২টি পাত্র। স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে সেখানে পানি জমা হয়। আর পানি কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে পানি পূর্ণ হয়ে যায়।
আর দিনের আলো শেষে যখন রাতে আধার নামে তখন এই মসজিদ চত্বরে এক অন্য রকম সৌন্দর্যে সুসজ্জিত হয়। জ্বলে ওঠে রঙবেরঙয়ের আলোকবাতি। বাহারি আলোর বাতিগুলো যেন মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। রাতে নজরকাড়া আলোকবাতিতে আলোকিত হয়ে ওঠে এটি। দেশ বিদেশের ঝাড়বাতিতে মসজিদের ভেতরে ও বাইরে আলোকময় হয়ে যায়। মসজিদের সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে এখানে নামাজ আদায় করতে পেরে প্রশান্তির কথা জানান দর্শনার্থীরা।
৩ তলা বিশিষ্ট এ মসজিদটিতে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
কাজী রায়হান তানভীর সৌরভ
খালিশপুর থানা প্রতিনিধি, bktv