দুর্ঘটনামুক্ত পথের লক্ষ্যে চট্টগ্রামে সেভ দ্য রোড’র সমাবেশ ও প্রতিবেদন পাঠঃ
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
দুর্ঘটনামুক্ত পথের লক্ষ্যে চট্টগ্রামে সেভ দ্য রোড-এর সমাবেশ ও প্রতিবেদন পাঠ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১০ মে (শুক্রবার)সকালে অনুষ্ঠিত এ সমাবেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪ মাসের প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিবেদনে উল্লেখ করা হয়- ৪ মাসে চট্টগ্রামের সড়কপথে ১ হাজার ৪৫০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৮ এবং নিহত হয়েছেন ৫৪ জন। গত ৪ মাসে ২৬৩ টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২৬২ এবং নিহত ৭ জন। ১৩২ টি ট্রাক দুর্ঘটনায় আহত ১১৬ জন এবং নিহত ৫ জন; ৫০৪ টি বাস দুর্ঘটনায় আহত ৫১৫ জন এবং নিহত ৩০ জন। এছাড়াও ৫৪৮ টি থ্রী হুইলার-পিকআপ দুর্ঘটনায় আহত ৩০৫
জন এবং নিহত ১৩ জন। এছাড়াও রেলপথে অবৈধ রেলক্রসিং, দায়িত্বে অবহেলা সহ বিভিন্ন অসংগতির কারণে ৮২ টি দুর্ঘটনায় ৭৪ জন আহত এবং ৩ জন নিহত হয়েছে; নৌপুলিশের দায়িত্বে অবহেলা এবং চালকদের নিয়ম না মানাসহ বিভিন্ন কারনে ২৩৪টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭৪ এবং নিহত হয়েছেন ২ জন। পঠিত প্রতিবেদনের সাথে সংহতি প্রকাশ করেন কলামিস্ট ড. মুহাম্মদ কামাল উদ্দিন, উন্নয়নকর্মী উৎপল বড়ুয়া, সাংবাদিক কামাল উদ্দিন ও সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। সমাজকর্মী নাসরিন সুলতানা খানমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেভ দ্য রোড চট্টগ্রামের সমন্বয়ক মাহমুদ চিশতী এলেক্স, বাঁশখালী সেভ দ্য রোড-এর সভাপতি মোহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা বলেন, যেখানে সেখানে পার্কিং, বিপরীত পথে বাহন চালনা, গতিসীমা না মানাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত চট্টগ্রামে দুর্ঘটনা বাড়ছে। উত্তরণে সংশ্লিষ্টদের আশু পদক্ষেপ প্রয়োজন। সমাবেশে আকাশপথ দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সেভ দ্য রোড নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইসমাইল ইমন,জামাল উদ্দিন জাহেদ, মিডিয়া কর্মীও ক্রীড়া সংগঠক হাসানুর জামান বাবু প্রমুখ।