হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল হোসেন রাজ নির্বাচিত।।
প্রতিবেদক:- নিরেন দাস
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে মোঃ কামাল হোসেন রাজ বে- সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কামাল হোসেন রাজ পেয়েছেন ২২ হাজার ২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকে মোঃ হারুন- উর- রশিদ হারুন পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। আনারস প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট। এছাড়া পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ও মোছাঃ পারুল নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৩৬ টি।
বুধবার সন্ধা ৭ টায় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারিং কর্মকর্তা মোঃ শিমুল সরকার বেসরকারিভাবে এই উপজেলা অডিটোরিয়ামে হাজার হাজার জনতার সামনে নির্বাচনি ফলাফল ঘোষণা দেন। এই উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন। ভোট পড়েছে ৫৪ দশমিক ৫৯ শতাংশ। এই ছিলো আজকে ৬ষ্ট পর্যায়ে নির্বাচনী ফলাফল।