নিজস্ব খরচে এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার তাল গাছের চারা রোপণঃ
স্টাফ রিপোর্টার যশোর
নিজস্ব খরচে এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার তাল গাছের চারা রোপণ
করেছেন যশোরের চিত্তরঞ্জন দাস। তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাসিন্দা। শুধু তাল গাছ নয়, প্রায় ৩৫ হাজার খেজুর গাছের চারাও রোপণ করেছেন তিনি।
চিত্তরঞ্জন বলেন, আমেরিকান এক গবেষকের গবেষণা একদিন খবরে দেখতে পাই। সেখানে দেখি একটা তাল গাছ কয়েক লাখ প্রাণীর অক্সিজেনের জোগান দেয়। শুধু তাই নয়, পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক রাখা এবং বজ্রপাত থেকেও রেহাই দেয় এই তাল গাছ। আর ওই সময়ে আমাদের গ্রামে অনেকে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যেত। সেই থেকে ২০০৮ সালে শুরু করি তাল গাছের চারা রোপণ। একোনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি এই কাজ, এ নিয়ে আমাকে পরিবারের কাছেও অনেক কথা শুনতে হয়।