খুলনার ভৈরব নদীতে একাধিক কুমিরের দেখাঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
বর্তমানে খুলনার ভৈরব নদীতে বিভিন্ন রংয়ের অনেক কুমিরের দেখা মিলছে। এ কারণে রূপসা,সেনেরবাজার, আঠারো বাকি, বড় বাজার,৭ নং ঘাট, তেরোখাদা,ভাটপাড়া, অভয়নগর, তালতলা, নওয়াপাড়া, ভাঙাগেট, ঘোপেরঘাট, নগরঘাট, শেখহাটি বাজার সহ আফরাঘাট এ সকল এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং নদীতে মাছ ধরা, স্মান করা, অযথা নদীতে নামা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।জন সার্থে পোস্টটা বেশি বিশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।