বটিঘাটায় মাদক মামলার সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তারঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
মোহাম্মদ রাজু সেখ, পিতা মোঃ মোস্তাফিজুর রহমান, গ্রাম রায়পুর ইউনিয়ন সুরখালী, থানা বটিয়াঘাটা তিনি একজন মাদক ব্যবসায়ী। ২০১৬ সালে মাদক ব্যবসার অপরাধে খুলনার সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। ২০২১ সালে বিজ্ঞ সিনিয়র দায়রা জজ আদালত তাকে দেড় বছর সাজা প্রদান করিয়া রায় ঘোষণা করেন। তখন থেকে আসামি বিভিন্ন জায়গায় পালাইয়া থাকিয়া জীবন যাপন করিতে থাকে। তাকে গ্রেফতারের জন্য অনেক অফিসার আপ্রাণ চেষ্টা করিয়া ও গ্রেফতার করতে পারে নাই। বটিয়াঘাটা থানার এসআই এবং ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বিট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান তাকে গ্রেফতার করার জন্য ৪ই মে সারাদিন সুরখালি ইউনিয়নে রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করিয়া একটি মোবাইল নাম্বার সংগ্রহ করেন। মোবাইলের সূত্রে এনালাইসিস করতে থাকে। ৫ই মে সারাদিন থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেন এবং রাত আটটায় ডিউটি শেষ করে গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়া নাংলাবাজার, আমতলা বাজার, গাঙ্গের গোড়া বাজার এবং গঙ্গারামপুর ইউনিয়নের ঢেউয়াতলা গ্রামে সঙ্গীয় এএস আই সবুজ হাওলাদার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া রাত আনুমানিক দেড় ঘটিকার সময়
আসামির সাথে মোবাইলে কথা বলা "বি "পার্টি কে গ্রেফতার করেন। এবং "বি'" পার্টির সকল মোবাইল নিজ হেফাজতে নিয়ে নেয়। এবং বি পার্টিকে সাথে নিয়ে খুলনা শহরের আলীর মোড়ে রাত তিন ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গ্রেফতার করিয়া বটিয়াঘাটা থানায় নিয়ে আসেন বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে। টিম গঙ্গারামপুরবাসীর পক্ষ থেকে বিট অফিসার এস আই মোস্তাফিজুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে।