টেকনাফে ফের ৩৬ জন মিয়ানমারের বিজিপি সদস্যের অনুপ্রবেশ
জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ফের মিয়ানমারের ৩৬ জন সীমান্ত রক্ষি বিজিপি সদস্য আত্নরক্ষার্থে পালিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।
৪ মে শনিবার ভোর রাতে টেকনাফ সদরের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মোট ৩৬ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি সদস্য এদেশে পালিয়ে এসেছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অনুপ্রবেশ কারী বিজিপি সদস্যদের বাংলাদেশ বডারগার্ড বিজিবির হেফাজতে নিয়ে নিরস্ত্রকরণ করে বিজিবি -২ ব্যাটলিয়নের আওতাধীন হ্নীলা বিওপির কাছাকাছি হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছেবলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
মিয়ানমারের আভ্যন্তরীন সংঘর্ষের কারণে এরা আত্নরক্ষার জন্য এদেশে পালিয়ে এসেছে বলে জানাগেছে।
তবে এবিষয়ে আমাদের বাংলাদেশ সীমান্ত রক্ষি বাহিনী বিজিবি র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায় নি। এব্যাপারে বিজিবি-২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মহিউদ্দীন আহমদের সাথে যোগাযোগ করাহলে তিনি এবিষয়ে তাদের আনুষ্ঠানিক কোন বক্তব্য নেই বলে জানান।####