উপজেলা পরিষদ নির্বাচন-২৪ পটিয়ায় ১৯ জনের মনোনয়ন জমা।
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রাম পটিয়ায় ঘোষিত তফসীল অনুযায়ী গতকাল ০২মে ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন। আগামী ২৯ তারিখ পটিয়ায় সকাল ০৮ থেকে বিকাল ৪০ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।মনোনয়ন পত্র যাচাই বাছাই ০৫ মে,রবিবার,মনোনয়ন প্রত্যাহার শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার।
গতকাল মনোনয়ন জমার শেষদিনে চট্টগ্রাম পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সর্বমোট ১৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারমধ্য চেয়ারম্যান পদে ০৫ জন উনারা হলেন বাবু প্রদীপ কুমার দাশ,জনাব বদিউল আলম, জনাব দিদারুল আলম, জনাব সৈয়দ নুরুল আবছার, জনাব হারুনুর রশীদ। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৮ জন উনারা হলেন আবুল সালেহ মোঃ শাহরিয়ার, আশীষ তালুকদার, এমদাদুল হাসান, ঝুলন দত্ত, মোজাম্মেল হোসেন, সাইফুল হাসান টিটু,মোহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ বেলাল। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৬ জন মনোনয়ন জমা দিয়েছেন উনারা হলেন-আফরোজা বেগম, কানিজ ফাতেমা,নুর আয়েশা বেগম,মাজেদা বেগম,সাজেদা বেগম,সুমি দে।