চট্টগ্রামে বিভিন্ন শ্রমিক সংগঠনের আলোচনাসভা; শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবন্ধ আন্দোলনের অঙ্গীকার।
--------------------------------
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দেশের অন্যান্য জেলার ন্যায় চট্টগ্রাম জেলায়ও মে দিবস উপলক্ষে আলোচনা সভা র্যালী শোভাযাত্রার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় শাখা,বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখা।
চট্টগ্রাম কাজীর ডেউড়ি মোড়ে বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বিভাগীয় কমিটি উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রমিকদল সভাপতি মোঃ নাজিম উদ্দীন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল নোমান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব ডাঃ শাহাদাৎ হোসেন,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর,চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদল সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ বদরুল খায়ের চৌধুরী, চট্টগ্রাম শ্রমিকদলের মহিলা নেত্রী শাহনেওয়াজ মিনুসহ শ্রমিকদলের চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বর্ণাট্য র্যালী চট্টগ্রাম নাসিম ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রেজাউদ্দীন বাজার তিনপুলের মাথায় শেষ হয়।র্যালীতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী জননেতা আবদুল্লা আল নোমান।
অপরদিকে চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে মে দিবস উপলক্ষে এক বিরাট আলোচনা সভার আয়োজন করেন ট্রেড ইউনিয়ন সংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখা। এতে গার্মেন্টস শ্রমিক,চট্টগ্রাম বন্দর লাইটার শ্রমিক রিক্সাভ্যান শ্রমিক,হোটেল রেস্তোরা শ্রমিক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখলে এবং শ্রমিকদের মালিক শ্রেণীর শোষণ থেকে বাচাঁতে এবং সবসময় আটঘন্টা শ্রমিকদের কর্ম ঘণ্টা ঠিক রাখতে সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবন্ধ আন্দোলনের আহবান জানানো হয়।পরে ট্রেড সংঘ লাল গেঞ্জি লাল ক্যাপ লাল পতাকা হাতে এক বিরাট মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
অন্যদিকে চট্টগ্রাম দোস্তবিল্ডিং চত্বরে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রকিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত সভা থেকেও গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ গার্মেন্টসেট শ্রমিকদের শারীরিক মানসিক নির্যাতন কথায় কথায় কর্মঘন্টা কেটে বেতন কমিয়ে দেওয়া কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধের জন্য গার্মেন্টস মালিকদের কঠোর হুশিয়ারী দেন এবং চট্টগ্রামের সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সকল প্রকার ব্যক্তিদ্বন্ধ ভুলে শ্রমিকদের স্বার্থে ঐক্যবন্ধ হয়ে দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করার আহবান জানান।